সিরাজুল ইসলাম
সদরের ভারুয়াখালী ননামিয়া পাড়ার সকাল ১১ টায় ছাগল চারা গাছ নষ্ট করায় ২৪ জুন দু’পরিবারে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত সময়ে বর্ণিত এলাকার গুরা মিয়া (৩৫) এর গৃহপালিত ছাগল পার্শ্ববর্তী মোজাফ্ফরের বাড়ির চারা গাছ নষ্ট করলে গৃহিণী রুজিনা আক্তার (২০) গালি-গালাজ করলে উভয় পরিবারে সদস্যদের মধ্যে এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। মারামারির খবর পেয়ে মোজাফ্ফর, মিজান, মোস্তাক, সেলিনা ও হালিমা খাতুন এক সাথে দা, কিরিচ, রড নিয়ে গুরা মিয়া, মনজুন ও মুফিজের উপর ঝাপিয়ে পড়লে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়। পরে পার্শ্ববর্তী লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে ডাক্তার জানিয়েছেন।