ডেস্ক রিপোর্ট
শনিবার অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচন অবৈধ ঘোষণার আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। শনিবার বিকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি (৬২২০/২০১৩) করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
ইউনুস আলী বাংলানিউজকে জানান, নির্দলীয় ব্যানারে দলীয় নির্বাচন অনুষ্ঠানকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়া আবেদনে চার সিটির অফিসিয়াল ফলাফল প্রকাশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়েরর সচিব, চার সিটি কর্পোরেশনের প্রধান দুই দল সমর্থিত ৮ মেয়র প্রার্থীকে বিবাদী করা হয়েছে। তিনি আরো জানান, “রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করবো।”
প্রসঙ্গত, শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রিট আবেদন কেন করেছেন এ প্রশ্নের জবাবে ইউনুস আলী জানান, আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে নির্দলীয়। কিন্তু প্রকাশ্যে বড় দুই দল দলীয়ভাবেই নির্বাচন করছে। এটা বেআইনি। তাই এ আবেদন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন