মোঃ ইউনুছ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার।
স্থানীয় গর্জনিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এ প্রতিেিযাগিতা শুভ উদ্ভোধন করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। বউচি, কানামাছি, তৈলাক্ত বাঁশে চড়া, মোরগ লড়াই সহ হারিয়ে যাওয়া ইভেন্ট গুলোতে গর্জনিয়ার ১টি আলিম মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ৮টি সরকাারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। তাছাড়া স্থানীয় জনসাধারনের জন্য উম্মুক্ত তৈলাক্ত বাঁশে চড়া প্রতিযোগিতা সবার মাঝে আনন্দ যুগিয়েছে। ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, এখানে বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। সকাল ৯.০০ ঘটিকায় শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ, সহ-অধ্যক্ষ ফরিদুল আলম, পোয়াঙ্গেরখিল সঃ প্রাঃ বিদ্যালয়ের সহঃ শিক্ষক আহমদর রহমান, মাঝিরকাটা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ, জুমছড়ি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফইজুল্লাহ, পুর্ব জুমছড়ি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, থোয়াঙ্গেরকাটা সরঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসাইন, বড়বিল সঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী, জাউচপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রঃ শিক্ষক মওঃ মোঃ আলী প্রমুখ। এ প্রতিযোগিতার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন পোয়াঙ্গেরখিল সঃ প্রাঃ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ ছিদ্দিকুল আজাদ রাশেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।