শহর প্রতিনিধি
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে আজ ২৬ জুন থেকে কক্সবাজারে বইমেলা শুরু হতে যাচ্ছে। কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বইকে জনপ্রিয় করার লক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ২ জুলাই পর্যন্ত। বেলা ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকা এতে অংশ নিচ্ছেন। এ মেলায় ৪০ টি স্টল থাকবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভাও হয়েছে।