নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাসস’র জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে দেশের বিভিন্ন জেলায় দলীয়
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বাসস’র খুলনা অফিস জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ’৭১-র পরাজিত শক্তি আর ’৭৫-র ঘাতকরা এই দেশটিকে তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।তারা বলেন, বাংলার জনগণ এদেশকে নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়নি, আগামীতেও দেবেনা। যেকোন মূল্যে বাংলার জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ স¤পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে কাজী এনায়েত হোসেন, এমডিএ বাবুল রানা, শেখ সিদ্দিকুর রহমান, শ্যামল সিংহ রায়, নুর ইসলাম বন্দ ও মাহবুব আলম সোহাগ অনুষ্ঠানে বক্তৃতা করেন।এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, যুগ্ম-সাধারণ স¤পাদক এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, এডভোকেট তৈয়ব আলী, এডভোকেট মাহাবুবুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস’র খাগড়াছড়ি সংবাদদাতা জানায়, আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাধারণ স¤পাদক জাহেদুল আলম ।দলীয় কার্য্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ।এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূরন্নবী চৌধুরী, আওয়ামী লীগ নেতা কল্যাণ মিত্র বড়–য়া, একে এম আলিম উল্যা, এসএম শফি, জেলা পরিষদ সদস্য সাহাব উদ্দীন ও চাইথোয়াই অং মারমা মইক্যচিং চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহেদা আক্তারসহ জেলা ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।পরে খাগড়াছড়ি জেলা শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বরগুনা সংবাদদাতা জানায়, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোববার বরগুনায় পালিত হয়েছে আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধূর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ করেন। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ঝিনাইদহ সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পন করা হয়। দুপুর ১২টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে সকল নেতা-কর্মী এক সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন