উখিয়া প্রতিনিধি
গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । যার অংশ হিসেবে ককসবাজারের অবহেলীত জনপথ উখিয়া হেলথ কমপ্লেক্রা এ সম্প্রতি একজন গাইনী ডাক্তার প্রদায়ন করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
উখিয়া হেলথ কমপ্লেক্রা এর ইনচার্জ ডাঃ এসএম আবু ছৈয়দ জানান, মনোয়ারা সোলতানা লীনা নামের এক গাইনী কনসাল্টটেন্ট গতকাল ১৭ জুন যোগদান করেছেন আলাপকালে তিনি জানান আমাদের হাসপাতালে যদি ওটিবয়, এবং অঞানের ডাক্তার থাকত তাহলে সিজারিয়ান অপারেশনসহ উন্নত সেবা পেত উখিয়া বাসী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বারকনং৪৫.১৪৪.০৮০.০০০০.০১৬.২০১২.৩১৯ তাং ১৩.০৬.১৩ মুলে ককসবাজার সদর হাসপাতালের জুনিয়র কনসাল্টটেন্ট গাইনী মনোয়ারা সোলতানা লীনাকে উখিয়া হেলথ কমপ্লেক্রা এ বদলী করা হয়েছে। বলাবাহুল্য, দীর্ঘ এক যুগ ধওে কোন গাইনী ডাক্তার উখিয়া হাসপাতালে ছিলেননা নামে মাত্র কেউ কেউ থাকলেও দায়িত্ব পালনের নজির খুবই কম । ২০১০ সনের পুর্বে ডাক্তার আবুল কালাম আজাদ নামে মাত্র ছিলেন বলে হাসপাতালের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান।এলাকাবাসীর মনে আশংকা গাইনী ডাক্তার যোগদান করলেও নিয়মিত আসবেন কিনা সন্দেহ এমন সন্দেহ হাসপাতাল কতৃপক্ষেরও তাই উন্নত গ্রাইনী ও প্রসূতি সেবা বঞিত উখিয়াবাসীএব্যাপারে কতৃপক্ষের সুনজর কামনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন