টেকনাফ সংবাদদাতা: টেকনাফ উপজেলার হোয়াইক্যং তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ জড়িত ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তৎমধ্যে ২ জন পেশাদার ইয়াবা ব্যবসায়ী এবং ১ জন সিএনজি চালক। বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাশরুরুল হকের নেতৃত্বে পুলিশ কক্সবাজার টেকনাফ মহাসড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ উক্ত ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে যথাক্রমে- টেকনাফ মৌলভী পাড়ার মৃত ফজল আহমদের পুত্র আবদুল মোতালেব, একই এলাকার হাফেজ আহমদের পুত্র মোহাম্মদ হোসেন ও সিএনজি চালক মোহাম্মদ শহিদুল্লাহ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন