আবুল কালাম আজাদ
টেকনাফ-উখিয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বিগত সাড়ে চার বছরে প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করে উপজেলা সদর পর্যন্ত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন করে সাধারণ মানুষের নয়নের কোটায় স্থান করে নিয়েছে।
তাই এলাকাবাসী পূনরায় এমপি বদিকে আবার ও এমপি হিসেবে পেতে চায়। কারন এমপি বদি যেখানে বিচরণ করেন সেখানে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। এদের একটি কথা আমরা সব সময় এমপি সাহের নিকট কিছু পাওয়ার জন্য আসিনা। তাকে দেখলে আমাদের মন জুড়ায়, সে আমাদেরকে দেখলে বুকে জড়িয়ে ধরে সুখে দুঃখের কথা জিজ্ঞাসা করে। সে আমাদের দুঃখি মানুষের কথা বুঝে, সে সব সময় আমাদের কল্যাণের কথা চিন্তা করে, তার অন্তরে উচূ-নিচূ কোন ভেদাভেদ নেই, ফলে আমরা সে যেখানে যায় সেখানে আমরা ও ভিড় জমায়। এ কারনে উখিয়া-টেকনাফ আসনের প্রথম শ্রেণীর ও বিরোধী দলের লোকজন আব্দুর রহমান বদিকে দেখতে পারে না। এর একমাত্র কারন এমপি বদি গরীব, কৃষক, শ্রমিক, দিন মজুর ও মেহনতী মানুষের সুখে দুঃখের বন্ধু। বিরোধী দলের লোকজন বুঝতে পেরেছে যে আগামী জাতীয় নির্বাচনে যেই দলের সরকার গঠন করুক না কেন এমপি বদি বিপুল ভোটে গরীব-দুঃখী মেহনতী মানুষের ভোটে জয় লাভ করবে বলে নাম প্রকাশে অনিশ্চুক উখিয়া-টেকনাফ এলাকার অনেক গরীব দুঃখী মেহনতী মানুষ জানায়। তার এ জনপ্রিয়তা দেখে স্ব-স্ব দলের অনেক নেতা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে বলে আভাস পাওয়া গেছে। স্থানীয় মুরব্বীগন জানায় এমপি বদি গরীব, দুঃখী, কৃষক, দিন মজুর ও মেহনতী মানুষের এত পেচাল কেমনে সহ্য করতে পারে তা আমাদের বোধগম্য নহে। তার ভিতর কোন অহংকার নেই, নেই কোন ভেদাভেদ, ধর্ম-বর্ণ, উচূ-নিচূ এক সমান। সবাই এর সাথে হাসি খুশি ও খাওয়া দাওয়া করে দিন কাটায়। এমপি হিসেবে কোন দিন অহংকার করেনি। তাই উখিয়া-টেকনাফের গরীব-দুঃখী মেহনতী জনগণ অত্র এলাকার উন্নয়নের রূপকার আমাদেরই প্রাণ-প্রিয় ভাই আলহাজ্ব আব্দুর রহমান বদিকে নির্বাচিত করে আমাদের সুখে-দুঃখে সাথী হওয়ার জন্য সুযোগ দিন।