প্রবল বর্ষণে পর পানি চলে যাওয়ার সাথে সাথে আমন ধানের বীজ তলা থেকে চারা তুলিয়া রোপন শুরু হয়েছে। গত ২৬ জুন হতে গত ১ জুলাই পর্যন্ত টানা প্রবল বর্ষণে মহেশখালীর ধানের বীজতলা ডুবিয়ে যাওয়ার পর এখন পানি চলে গেলে সাথে সাথে বীজ তলা থেকে চারা তুলিয়া উচু জমিতে ঐ চারা রোপন
করিতেছে। এদিকে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী, কুতুবজোম প্রবল বর্ষণ থেকে বীজতলা ভাসিয়া উঠিলে ঐ বীজ তলা থেকে চারা তুলিয়া উপরিভাগের জমিতে এই আমন চারা রোপন চলিতেছে। আমন চারা তেমন প্রবল বর্ষণের পানিতে ক্ষতি হয় না। আশা করা যাচ্ছে ৪/৫ দিনের ভিতরে মহেশখালীর প্রতিটি জায়গায় আমন চারা রোপন শুরু হবে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, ভানবাসী বীজতলা থেকে চারা রোপন করলে ফলন বেশী হয় বলে ধান চাষীরা জানায়।