প্রেস বিজ্ঞপ্তি
জেলার অন্যতম ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরা সৃজনশীল সংসদ আয়োজিত আন্তঃক্লাব অলিম্পিক বার ফুটবল টুর্ণামেন্ট আজ বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন মাঠে উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা সৃজনশীল সংসদের সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের খেলোয়াড় ও কক্স সিটি এফসির সাধারন সম্পাদক খালেদ মো: আজম বিপ্লব, উত্তরা সৃজনশীল সংসদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মাহমুদ তমাল, আন্ত:ক্লাব অলিম্পিক বার ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক ফয়সল হুদা, সদস্য সচিব আবু ইউসুফ, আবছার উদ্দিন, রাজীব দেব দাশ, আবীর, আদর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় দিনের প্রথম খেলা উত্তরা লাল দল বনাম উত্তরা সবুজ দলের উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় খেলায় পয়েন্ট ভাগাভাগি করে দু’দল খেলা শেষ করে। দিনের অপর খেলায় উত্তরা সাদা দল বনাম উত্তরা নীল দল মুখোমুখি হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে প্রথমার্ধে কোন দল গোলের দেখা না পায়। দ্বিতীয়ার্ধে খেলে শুরুর ২ মিনিটের মাথায় উত্তরা নীল দল এক গোলে এগিয়ে যায়। গোল পরিশোধে মরিয়া ইউসুফ বাহিনী উত্তরা সাদা দল ১০ মিনিটের মাথায় খেলায় সমতা নিয়ে আসে। এরপর আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে উত্তরা সাদা দলের সাইদের বুদ্ধিপূর্ণ শটে উত্তরা সাদা দল বিজয় লাভ করে।
খেলা পরিচালনা করেন: আবীর, হেলাল উদ্দিন, মো: এনাম।