চকরিয়া প্রতিনিধি: চকরিয়া ঢেমুশিয়ায় এক মহিলা ইউপি মেম্বার কর্তৃক অবৈধভাবে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জমির মালিক চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বদরখালী
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নিকট তদন্তভার দেয়া হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জমির প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেও ভূমিদস্যুরা এসব তোয়াক্কা না করে উল্টো হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঢেমুশিয়া ৯নং ওয়ার্ড বাজারপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর স্ত্রী খুইল্যা বিবি তার নাতি মোঃ নুরুচ্ছমদ ও বারেকের নামে বিগত ১১-০৫-১৯৭৬ইং তারিখে রেজিষ্ট্রিযুক্ত ১৬৭৩ নং কবলামূলে ৪৪ শতক জমি দানপত্র করে। উক্ত জমির উভয়ের নামে সৃজিত নামজারি খতিয়ানও রয়েছে। যার খতিয়ান নং- ৯৯০, দাগ নং- ৩৫৮৭। এরপর থেকে উক্ত জমিতে দুই ভাই শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে। ওই জমিতে বিগত ২০ বছর ধরে এনজিও পরিচালিত আনন্দ শিখন নামের একটি প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এলাকার প্রায় শতাধিক শিশুদের পাঠদান করে আসছে। কিন্তু এলাকার বাদশা মিয়ার স্ত্রী ঢেমুশিয়া ইউপির মহিলা সদস্য মমতাজ বেগম ক্ষমতার দাপট দেখিয়ে এসব জমি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৪জুন বিকাল আড়াইটার দিকে মমতাজ বেগমের নেতৃত্বে তার স্বামী বাদশা মিয়া, আকতার আহমদ, রোজিনা আক্তার, মনজুয়ারা বেগম, মফিজ উদ্দিন, বখতিয়ার, কামাল হোছনসহ ১০/১২জনের সংঘবদ্ধ দল দা, কিরিচ, লোহার রড ও হাতুড়িসহ অবৈধ অস্ত্র নিয়ে ওই জমি জবর দখলের মহড়া দেয়। এসময় জমির মালিক বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদের প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এতে তারা চরম নিরাপত্তাহীনাতায় ভুগছে মালিকগং। এদিকে জমির মালিক মোঃ নুরুচ্ছমদ ও বারেক ভূমিদস্যুদের হাত থেকে জমি রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।