প্রেস বার্তা: মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে গত বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার পরিদর্শন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাজার পরিদর্শন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাফর আলম। সভায় রমজান মাসে এলপিগ্যাস বিক্রয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট রোধে বিশদ বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডিপোটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন, রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হোসেন, পেকুয়া উপজেলার নির্বাহী অফিসার মীর শওকত হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিছ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদর মডেল থানার এসআই মাহাবুবুর রহমান, কক্সবাজার দোকান সমিতির ফেডারশনের সভাপতি মোস্তাক আহমদ, দৈনিক রূপসীগ্রামের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাত, এক্সপেরুল এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার কে.পল, কক্সবাজার সিটি প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন সিদ্দিক, দৈনিক সমুদ্র বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জোনাইদ ও সিভিল সার্জন এর প্রতিনিধি ডিএসআই নুরুল কবির কাদেরী। সভায় বক্তারা রমজান মাসে বিশেষ করে বাজারসমূহে পরিস্কার পরিচ্ছন্নতা, দ্রব্যমূল্য ঊর্ধগতির ব্যপারে নিয়ন্ত্রন, এলপি গ্যাসের সহনীয় মূল্য নিয়ন্ত্রন করার জন্য বাজার কমিটির নিকট জোরদাবী জানান। সভায় প্রতিদিন মোবাইল কোর্ট এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বিষয়ে বাজার পরিদর্শন, বিভিন্ন বাজার চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার ব্যপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মোহাম্মদ সাদিকুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন