রামু রাজারকুলে সন্ত্রাসী হামলায় আহত ৩, আটক ২

রামু প্রতিনিধি  : রামু উপজেলার রাজারাকুল ধর পাড়ায় দিন দুপুরে সন্ত্রাসী হামলায় গর্ভবতি মহিলাসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। হামলাকারীরা মহিলাদেরকে শ্লীলতা হানী ও মারধর করে স্বর্ণালকার ও দামী মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
গতকাল ১০ জুলাই দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে হামলার ঘটনার মুল হোতা বাবুল ধর ও তার সহযোগী রাখাল ধরকে আটক করে পুলিশ।
মামলার বাদী দয়াল হরি ধর তার ছেলে আপন ধর জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তাদের রাজারকুল ইউনিয়নের উমখালী ধর পাড়ায় নিজ বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলা চালায় চিহিৃত ভুমিদস্যু মামলাবাজ বাবুল ধরের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই সময় দয়াল হরি ধরের স্ত্রী পুস্প রাণী ধর, ছেলে আপন ধরের স্ত্রী ৫ মাসের গর্ভবতি মিনু রাণী ধর ও তার ভাই আশীষ ধরের স্ত্রী শর্মিলা বালা ধরকে শ্লীলতা হানী ও বেদম মামরধর করে এবং ২টি স্বর্ণে চেইন, ১ জোড়া কানের দুল, ২টি দামী মোবাইল সেট লুট করে সন্ত্রাসীরা। আহতদেরকে দ্রুত রামু হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে রামু থানায় ১টি মামলা নং-(১০) দায়ের হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ১নং আসামী বাবুল ধর ও তার সহযোগী ৩নং আসামী রাখাল ধরকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।  সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ভুমিদস্যু বাবুল ধর এলাকায় নিরহ লোকজনের বসত ভিটা জমি জবর দখলসহ নানা অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। উক্ত ঘটনায় এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন