মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় সোনাদিয়া এলাকায় নদী ও খাল দখল করে চিংড়ি ঘের নির্মাণের জন্য একটি ভূমিদস্যু চক্র সরকারি প্যারাবন নিধনের লক্ষ্যে অসংখ্য গাছ কেটে ফেলে রেখে গেছে। রোববার ভোরে ৬০-৭০ জনের একদল বন্দুকধারী শ্রমিক প্যারাবনের গাছ কাটতে শুরু করে। দুপুরের দিকে খবর পেয়ে বন বিভাগ ওই এলাকায় অভিযান চালালে সটকে পড়ে দস্যুরা।
বন বিভাগের স্থানীয় ঘটিভাঙ্গা বিটের কর্মকর্তা পিয়ার মোহাম্মদ জানান, সোনাদিয়ার পার্শ্ববর্তী ঘটিভাঙ্গা মোছখালী খাল এলাকায় সংঘবদ্ধ একটি চক্র সকাল থেকে প্যারাবনের গাছ কেটে বন উজাড় করতে শুরু করে। খবর পেয়ে দুপুরের পর বন বিভাগের লোকজন ট্রলার নিয়ে ওই এলাকায় পৌঁছায়। এ সময় বন বিভাগের লোকজনের উপস্থিতি দেখে প্যারাবন নিধনকারীরা পিছু হটে পালিয়ে যায়। তিনি আরও জানান, ভুমিদস্যুরা খালের বেশকিছু এলাকার পুর্ণাঙ্গ প্যারাবন ধ্বংস করে দিয়ে গেছে। এদিকে, অভিযানের সময় ভুমিদস্যুদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগ। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিকেলে জানান, বন বিভাগের লোকজন মামলা করতে থানায় এসেছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
বন বিভাগের স্থানীয় ঘটিভাঙ্গা বিটের কর্মকর্তা পিয়ার মোহাম্মদ জানান, সোনাদিয়ার পার্শ্ববর্তী ঘটিভাঙ্গা মোছখালী খাল এলাকায় সংঘবদ্ধ একটি চক্র সকাল থেকে প্যারাবনের গাছ কেটে বন উজাড় করতে শুরু করে। খবর পেয়ে দুপুরের পর বন বিভাগের লোকজন ট্রলার নিয়ে ওই এলাকায় পৌঁছায়। এ সময় বন বিভাগের লোকজনের উপস্থিতি দেখে প্যারাবন নিধনকারীরা পিছু হটে পালিয়ে যায়। তিনি আরও জানান, ভুমিদস্যুরা খালের বেশকিছু এলাকার পুর্ণাঙ্গ প্যারাবন ধ্বংস করে দিয়ে গেছে। এদিকে, অভিযানের সময় ভুমিদস্যুদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগ। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিকেলে জানান, বন বিভাগের লোকজন মামলা করতে থানায় এসেছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন