পেকুয়া প্রতিনিধি: পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক যুবককে মারধর করে ৫হাজার টাকা
ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। পূর্ব শত্র“তার জের ধরে দূর্বৃত্তরা রাতের আঁধারে
একা পেয়ে ওই যুবককে এ ঘটনা সংগঠিত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাচিট ঘটেছে,
গতকাল
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা গ্রামে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের হাজী নুরুল আবছারের পুত্র মো: নুরুল
আজিম ব্যক্তিগত কাজ সেরে ঘটনার দিন পেকুয়া বাজার থেকে বাড়ী ফিরছিলেন।
এসময় বেংখল
সড়কর কালভার্ট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা একই ইউনিয়নের বাজার পাড়া
গ্রামের আমিনুল্লাহর পুত্র বহু মামলার আসামী নেজাম উদ্দিন (৩০) ও বাইন্যাঘোনা
গ্রামের আবদু ছালামের জামাল হোছাইন তার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে
মারধর করে ৫হাজার টাকা ও ৩হাজার টাকা দামের একটি মোবাইল ফোনস্টে ছিনিয়ে নেয়। নুরুল
আজিম চিৎকার শুরু করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আহত নুরুল
আজিম উদ্ধার করে। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার নুরুল আজিম দূর্বৃত্তদের বিরুদ্ধে
মামলা করবেন বলে জানিয়েছেন। এ দিকে পেকুয়া থানা সূত্রে জানা গেছে, ওই ২দূর্বৃত্ত
নেজাম উদ্দিন ও জামাল হোছাইনের বিরুদ্ধে থানায় অন্যের মৎস্যঘের থেকে মাছ লুট,
নিরীহ
মানুষের বসতবাড়ী থেকে গাছ লুটসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন