আবুল কালাম আজাদ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড়লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার বেলা ১২টার দিকে টেকনাফের নাফনদীর আড়াই নম্বর স্লুইস গেট এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়। বিজিবির উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের চালানের মধ্যে এটি সবচেয়ে বড় বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। অভিযান চলাকালে পালিয়ে যাওয়া যুবক জিয়াউর রহমান (৩১) স্বরাস্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনের তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, বিজিবির একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে ঘটনাস্থল পৌঁছে ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমানকে এ চালানটি নিয়ে যেতে দেখে। এ সময় তাকে ধাওয়া করলে সে তিনটি প্যাকেটে থাকা ইয়াবা ট্যাবলেটগুলো রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ওই তিন প্যাকেট থেকে দেড়লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় জিয়াউর রহমানকে পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় বিজিবি মামলা করবে। জিয়াউর রহমান টেকনাফের নাজিরপাড়া এলাকার হাজি মোহাম্মদ ইসলামের ছেলে। এটি এ পর্যন্ত বিজিবির উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানান মেজর শফিকুর। জিয়াউর রহমান স্বরাস্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী বলে নিশ্চিত করেন বিজিবি কর্মকর্তা মেজর শফিকুর রহমান। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ জানান, বিজিবি ইয়াবার একটি চালান আটক করেছে শুনেছি কিন্তু মামলা না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। টেকনাফ থানার ওসি মো. ফরহাদ বলেন, তিনি এখন থানার বাইরে থাকায় জিয়াউর রহমানের বিরুদ্ধে ঠিক কয়টি মামলা আছে তা বলতে পারছেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন