কক্সবাজারে প্রাণ কোম্পানীর লাচ্ছিতে কেঁচো আর ছাই ॥ এলাকাবাসীর বিক্ষোভ

সিবিএন: কক্সবাজারে প্রাণ কোম্পানীর লাচ্ছির বোতলের ভিতর পাওয়া গেছে কেঁচো-ছাই আর মাছি। এ নিয়ে শহরে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রাণ কোম্পানীর ২ এসআরকে পিটুনী দিয়েছে। এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি প্রাণ কোম্পানীর কক্সবাজারের দায়িত্বরত কর্মকর্তারা। জানা যায়, ২০ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সরকারী মহিলা কলেজের সামনের খোকন স্টোর থেকে ৪র্থ শ্রেণীতে পড়–য়া মেয়ের জন্য ২টি প্রাণ কোম্পানীর লাচ্ছি কিনে নিয়ে যায় নতুন বাহারছড়া এলাকার সংগীত শিল্পী তালেব মাহমুদ।
লাচ্ছির বোতল গুলো থেকে গ্লাসে টালতেই বেরিয়ে আসে কয়েকটি কেঁচো, মাছি আর ছাই। তা দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্ট দোকানদারকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে খবর পেয়ে এলাকার লোকজন দোকানটিতে এসে আরো কয়েকটি লাচ্ছির বোতল খুলে একই অবস্থা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। এসময় প্রাণ কোম্পানীর ২ জন এসআরকে পিটুনী দেয় জনতা। তালেব মাহমুদ জানান, এর আগেও প্রাণ কোম্পানীর ঝালমুড়ির প্যাকেটের ভিতরেও তিনি মাছি দেখতে পেয়ে ছিলেন। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান। এদিকে ঘটনার জানতে চাইলে কক্সবাজারে দায়িত্বরত প্রাণ কোম্পানীর কর্মকর্তা আলতাফ হোসেন বিষয়টি ঢাকা অফিস থেকে জানতে বলে মোবাইল সংযোগ কেটে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন