- ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: ১৮ দলীয় জোটের অবরোধের চতুর্থ দিনে কক্সবাজার শহরে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জামায়াত-শিবির কর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে শহরের কালুর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখাকালে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের একটি মিছিল হাসপাতাল সড়ক হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় পৌঁছে সমাবেশে মিলিত হয়। এ সময় পূর্ব দিক থেকে পুলিশের একটি দল সমাবেশ লক্ষ করে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে।
জবাবে শিবির কর্মীরাও ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।
জবাবে শিবির কর্মীরাও ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।
অনুমান আধাঘন্টা স্থায়ী সংঘর্ষে পুলিশী বাঁধার মুখে সমাবেশকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় পুলিশের ছুঁড়া টিয়ারশের ও ফাঁকা গুলিতে জামায়াত-শিবিরের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের কোন লোক আহত হয়েছে বলে তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনজচার্জ (ওসি) মু. জসিম উদ্দিন জানান, শিবির কর্মীরা অবরোধের নামে নাশকতা চেষ্টাকালে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে।
তবে সংঘর্ষকালে কোন হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন