ইসলামাবাদে প্রভাবশালী কর্তৃক আধা পাঁকা ধান লুট

নুরুল আমিন হেলালী: সদর উপজেলার ইসলামাবাদে প্রভাবশালীরা অস্ত্রের মহড়া দিয়ে এলাকার নিরহ লোকজনের আধা পাঁকা ধান কেটে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ১৪ নভেম্বর সকালে ইউনিয়নের বোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইসলামাবাদ পূর্ব বোয়ালখালী বৌদ্ধ পাড়া এলাকার মৃত জবর মুল্লুকের পুত্র আব্দু শুক্কুরের মালিকানাধীন দীর্ঘ ১৫/২০ বছরের ভোগ দখলীয় জমির রোপিত আধা পাঁকা ধান স্থানীয় প্রভাবশালী আমির হামজার পুত্র মোজাফ্ফর আহমদের নেতৃত্বে ১৮/২০ জনের সশস্ত্র বাহিনী অস্ত্রের মহড়া দিয়ে কেটে নিয়ে যায়।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করে মোজাফ্ফর আহমদের বাড়ি থেকে লুট করে নিয়ে যাওয়া ধান উদ্ধার করে স্থানীয় মহিলা মেম্বার জাহানারার জিম্মায় দেয়। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে মহিলা মেম্বারের সাথে যোগাযোগ মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজমুল কাটা ধান উদ্ধার করে আমার জিম্মায় দেয়। এ ব্যাপারে এএসআই নাজমুলের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, প্রভাবশালীদের ধান কেটে নিয়ে যাওয়ার অপপায়তারার খবর পেয়ে ভুক্তভোগী আব্দু শুক্কুর ১৩ নভেম্বর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বলে জানান। এলাকার লোকজন এ ঘটনায় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনা সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন