কক্সবাজারবাণী ডেস্ক: বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান দুই রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আমেরিকা। মঙ্গলবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতি বলা হয়েছে, “আমেরিকা বিশ্বাস করে জনগণের চোখে একটি বিশ্বাসযোগ্য, অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের গ্রহণযোগ্য সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ওয়াশিংটন মনে করছে জনগণ যে ধরনের অবাধ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন চায় এর জন্য দল দুইটি কোনো একটি ‘বিশ্বাসযোগ্য উপায়’ অবশ্যই বের করতে পারবে। ওয়াশিংটন জানায়, আমেরিকান সহকারী সেক্রেটারি বিসওয়াল বলেছেন যে, সহিংসতা গণতন্ত্রের কোনো অংশ না এবং তা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বোমা হামলা এবং গাড়িতে আগুন লাগিয়ে মানুষ নিহতের মাধ্যমে ভয়াবহ সহিংসতা ঘটছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা মনে করি সব রাজনৈতিক দলেরই তাদের মত প্রকাশের শান্তিপূর্ণ এবং অবাধ সুযোগ থাকা উচিত। সরকারের দায়িত্ব এই ধরনের সুযোগ সৃষ্টি করা। আর বিরোধীদলের উচিত শান্তিপূর্ণভাবে সেই সুযোগ কাজে লাগানো।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন