ডাবলিন: ৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে এ বছর ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। ১১ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় ‘মিজ আয়ারল্যান্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে মাকসুদাকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘মিস আয়ারল্যান্ড’ এর পাশাপাশি মাকসুদা জয় করে নিয়েছেন ‘সুপার মডেল’ ও ‘মিস ফটোজেনিক’ খেতাব। মাকসুদা বলেন, “শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ থেকে এই প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী ছিলাম আমি। এখানে সবাই খুব উৎসাহ দিয়েছেন।” ‘মিস আয়ারল্যান্ড’ ও ‘মিস আয়ারল্যান্ড’ নামে দুটো আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডে। এখানকার সেরা প্রতিযোগীরাই আবার অংশ নেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পাওয়ায় ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন মাকসুদা।
মাকসুদা ১৩ বছর ধরে আয়ারল্যান্ডে আছেন। শখের বশে মডেলিং করেন। আর পেশা হিসেবে নিতে চান বিমান চালনা। বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন।
প্রিয়তি বলেন, “আমন্ত্রণ পেলে বাংলাদেশে অবশ্যই আসব, কাজও করব।”
প্রিয়তি জানান, ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায়ও জায়গা করে নিয়েছেন তিনি। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব। সূত্র: ওয়েবসাইট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন