কক্সবাজারে বৃষ্টি,গরম থাকবে আরো দু’একদিন

এম. আমান উল্লাহ
কক্সবাজারে প্রচণ্ড গরমের পর গতকাল স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে কক্সবাজারে কয়েকটি এলাকায় একই সময় পৃথকভাবে বৃষ্টি হওয়ায় অনেকে মন্তব্য করেছেন এটা এলাকাভিত্তিক বৃষ্টি।
গত শক্রুবার দুপুরে কক্সবাজার শহর এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ঠিক ওই সময় মহেশখালী,টেকনাফ,পেকুয়া ও কুতুবদিয়াসহ প্রায় এলাকায় ছিল প্রচন্ড দাবদাহ। একই অবস্থা ছিল গতকালও। দুুপুর ১২টার দিকে যখন বৃষ্টি শুরু হয় এর কিছুক্ষণ পর নেমে আসে জনজীবনে স্বস্তি । তবে খোঁজ নিয়ে জানা যায় ,মহেশখালী,টেকনাফ,পেকুয়া ও কুতুবদিয়াসহ অনেক এলাকায় হাল্কা বৃষ্টি থাকলেও ফের প্রখর রোদ। তবে একপর্যায়ে জেলার প্রায় সব এলাকায়ই বৃষ্টির ছোয়া লেগেছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত হাল্কা বৃষ্টি হয়। এ দিন জেলার ৬.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই হাল্কা বৃষ্টিতে  কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। জনমনে স্বস্তি ফিরে আসে। গত কয়েক দিনে কক্সবাজার জেলার ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষ। শুক্রুবার বিকেলে ঘণ্টাব্যাপী মাঝারি বৃষ্টির পর জেলায় কয়েক ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। গতকাল শুক্রুবার বৃষ্টি হলেও বজ্রপাত ঘটেনি এবং মৃত্যুর কোনো খবরও পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন