সেই ‘ইয়াবা সুন্দরী’র সাথে মন রাঙালো নিরব

দূরন্ত পথিক
গত বছরের ২০ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলিস্থ হোটেল বে-ভিউ থেকে ইয়াবাসহ আটক হয়েছিলেন মডেল সিলভিয়া আজমী চাঁদনী।
এসময় আটক করা হয় তার কথিত স্বামীসহ আরও দু’জনকে। ৪৩ দিন জেল খেটে গত ৩১ জানুয়ারি জামিনে ছাড়া পান সিলভিয়া। একথা সবারই মনে আছে নিশ্চই। তবে নতুন খবর হচ্ছে, শেষ পর্যন্ত আলোচিত এই মডেল আবার নতুন করে চলচ্চিত্রে নাম লেখালেন। সম্প্রতি তিনি ‘রাঙামন’ নামের একটি ছবির শ্যুটিং শেষ করলেন। সাভার ফুলবাড়িয়ার ফাইম স্টুডিওতে একটানা ছবিটির শুটিং হয়। জাকির খান পরিচালিত ‘রাঙামন’ ছবিতে সিলভিয়ার নায়ক নীরব। আরও রয়েছেন সুচরিতা, আলীরাজ, দুলারী, শানু শিবা সহ অনেকেই।
এ প্রসঙ্গে সিলভিয়া বলেন, চমৎকার একটি প্রেমের গল্পের ছবি ‘রাঙামন’। ছবির কাজ করতে বেশ ভাল লেগেছে। এছাড়াও বর্তমানে সিলভিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন কমিশনার, মন খোঁজে বন্ধনসহ বেশ কিছু ছবির কাজ নিয়ে। তার অভিনীত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ এখন মুক্তির মিছিলে। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে তার নায়ক আমিন খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন