৮ পরিবার ভিটেছাড়া : উখিয়ার সমুদ্র উপকূলে ভুমিদস্যুরা বেপরোয়া

উখিয়া প্রতিনিধি 
উখিয়ার সমুদ্র উপকুলে ভুমি দস্যুরা বেপরোয়া হযে উঠেছে। জায়গা জমির মূল্য বেড়ে  যাওয়ায় ভুমি দস্যুরা টার্গেট করে অসহায় মানুষের জমি কেড়ে নিচ্ছে। উপকুলের ১৫/১৬ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র গত এক মাসে ৮ অসহায় পরিবারের বসত ভিটা কেড়ে নিয়ে ভিটাছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় ও আদালতে ভূক্তভোগীরা পৃথক মামলা দায়ের করেছে। 

অভিযোগে প্রকাশ, এক সময়ে সাগরে মৎস্য পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করত চোয়াংখালী গ্রামের বদি আলমের ছেলে মোজাম্মেল হক (২৮)। সাধরণ মানুষের  জমি জবর দখল, মালয়েশিয়া আদম পাচার, জাল, জালিয়াতির মাধ্যমে খতিয়ান ও দলিল সৃজন করে গত কয়েক বছরের ব্যবধানে সে কোটিপতি বনে গেছে। উক্ত মোজাম্মেল ও তার সিন্ডিকেটের লোকেরা গত এক মাসের ব্যবধানে বহু মানুষের জমি কেড়ে নিয়েছে। তৎমধ্যে মাদারবুনিয়া গ্রামের মহিব উল্লাহ, লাতিফ উল্লাহ, ও ছৈয়দ আলমের ইনানী মৌজার বিএস ১৬১৫ খতিয়ানের ৮৮৩১ ও ৮৮৩২ দাগের ১৪ শতক জমি তার মাতা ফাতেমা বেগমের নামে জাল জালিয়াতির মাধ্যমে নামজারী খতিয়ান সৃজন করে জবর দখল করে নেয়। চোয়াংখালী গ্রামের মৃত মিয়া হোছন মাষ্টারের ছেলে নুর হোছন মাষ্টারের ইনানী মৌজার বি এস ১৫৯০ নং খতিয়ানের ৭৭৩২ দাগের ১২ শতক ও ১৬০৮ খতিয়ানের ৭৭৯৭, ৭৭৯৮ দাগের  ২০ শতক জমি সহ মোট ৩২ শতক জমি কেড়ে নেয়। এছাড়াও উক্ত ভুমি দস্যু মোজাম্মেল চোয়াংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে আমির হোছনের ২০ শতক জমি, মৃত শফিকুর রহমানের ছেলে হোছন আহম্মদের ২০ শতক ও নুর নবীর ছেলে জমির আহম্মদের ৫শতক জমি ভূয়া খতিয়ান সৃজন করে জবরদখল করে নেয়। গত রবিবার মহিবুল্লার বয়োবৃদ্ধ মাতা সকিনা খাতুন বসত ভিটার ভুয়া নামজারী খতিয়ান বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করলে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে তার আবেদন খানা পাঠিয়ে দেন। জমি হারানো আরেক অসহায় ব্যাক্তি আমির হোছন জানান, ভুমি দস্যু মোজাম্মেল তার জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ করায় তাহাকে মিথ্যা ঘর পোড়া মামলার আসামী করেছে। অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের মাধম্যে ভুমি দস্যু মোজাম্মেল গরীব অসহায় মানুষের জমি জবর দখল করে পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে। তার নিয়ন্ত্রনে কমপক্ষে অর্ধশতাধিক রোহিঙ্গা ক্যাড়ার রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ভুমি দস্যু মোজাম্মেলের অপকর্মের কেউ প্রতিবাদ করলে সে তার বোন রোকসানা বেগম সহ নিকট আত্মীয়দের দিয়া মিথ্যা মামলা করে হয়রানী করে থাকে। তার মিথ্যা মামলার কারনে এলাকার অনেক লোক অসহায় হয়ে পড়েছে। এলাকাবাসী ভুমি দস্যু মোজাম্মেলের অপকর্ম থেকে বাচার জন্য পুলিশ সুপার সহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত মোজাম্মেল হক  এ ঘটনা অস্বীকার করে বলেন, পারিবারিক শত্র“তার জের ধরে তারা মিথ্যা অপবাদ ও থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, ইনানীর জমি জমা সংক্রান্তে অসংখ্য অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত মোজাম্মেলের বিষয়টি তিনি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বস্থ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন