গ্রামঅঞ্চলের সকল প্রকার অপরাধ দমণে পুলিশ সব সময় সতর্কতা অবস্থানে

রামু চাকমারকুলে কমিউনিটি পুলিশিং সভায় ওসি মোকসেদুল মোমেন

রামু প্রতিনিধি 
রামু চাকমারকুল কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথি রামু থানার নবাগত ওসি মো. মোকসেদুল মোমেন বলেছেন, পুলিশ আর জনসাধারণের মাঝে সমন্বয় থাকলে এলাকার যে কোন অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি ১১টি ইউনিয়নে জিমিয়ে পড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম সচল করতে সকলের সহযোগীতা কামনা করে বলেন, চাকমারকুল ইউনিয়নের ডাকাত  প্রবণ এলাকার শান্তি শৃংখলা রক্ষায় জনগনকে সজাগ থাকতে হবে।  গ্রামঅঞ্চলের সকল প্রকার অপরাধ দমণে পুলিশ সব সময় সতর্কতা অবস্থানে রয়েছে।
গতকাল ৩ জুন বিকেল ৫ টায় চাকমরাকুল ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। 
চাকমরাকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, চাকমরাকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ, রামু উপজেলা কমিউনিটি পুলিশের সমন্বায়ক ও রামু থানার সেকেন্ড অফিসার, কাজী ফৌজুল আজিম।
 মাওলানা আব্দুল মজিদের পবিত্র কোরাআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া  সংবাদকর্মী আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায়  আরও বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সচিব গিয়াস উদ্দিন কোম্পানী, কলঘর আবু ছিদ্দিকী দাখিল মাদ্রসার সুপার মাওলানা শরিফ, নুরুল হক কোম্পানী, ফরিদুল আলম মেম্বার, চাকমরাকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, চাকমরাকুল বিএনপির সভাপতি আলী হোসেন কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামসুল আলম, শ্রমিক নেতা আলী হোসেন, মাষ্টার হাফেজ আহমদ, মোস্তাক আহমদ মেম্বার, মরিয়ম বেগম ও আল মর্জিনা মহিলা মেম্বার, মো, হাসান মেম্বার, যুবনেতা আব্দুর রহিম ও মো. ইউসুফ প্রমুখ। সভায় চাকমরাকুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন