বিএনপির সঙ্গে আলাদা জোট বিকল্পধারার

নিজস্ব প্রতিবেদক : 
বিএনপির সঙ্গে বিকল্পধারা আলাদা রাজনৈতিক জোট করবে বলে জানিয়েছেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি.চৌধুরী। তিনি বলেন, ‘এ বিষয়ে বিএনপির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, তারা ইতিবাচক সাড়া দিয়েছে।’ জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাহী বি.চৌধুরী বলেন, ‘খুব শিগগিরই ১৮ দলের বাইরে বিএনপির সঙ্গে জোটের ঐক্য প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা করবেন বদরুদ্দোজা চৌধুরী। আমাদের রাজনৈতিক সমঝোতা বিএনপির সঙ্গে, ১৮ দলীয় জোটের সঙ্গে নয়। এক্ষেত্রে বিকল্পধারার সঙ্গে অন্য আরো দল নিয়ে ১৮ দলীয় জোটের বাইরে বিএনপির সঙ্গে জোট হতে পারে।’ আন্দোলন প্রসঙ্গে মাহী বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে প্রধান বিরোধীদলসহ অন্যান্য দলের সঙ্গে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা জরুরি। আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। সেই আন্দোলন থেকে নির্বাচনী জোটও হতে পারে’। জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘১৮ দলের জোটে যাওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ অবাস্তব। দলের কোনো সভায় বিএনপিতে বিলীন হওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির সঙ্গে বিকল্পধারার দূরত্ব আছে। তবে রাজনৈতিক কারণে আমার দূরত্ব কমিয়ে আমার চেষ্টা করছি।’ হরতাল ও সহিংস আন্দোলন প্রসঙ্গে মাহী জানান, তারা হরতাল, সহিংসতা বিপক্ষে। তারা চান হরতালের বিকল্প রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে। ‘তবে জাতীয় স্বার্থে যদি হরতাল দিতেই হয়, তবে তা হতে হবে অসহিংস’-বলেন মাহী বি. চৌধুরী।   রাজনৈতিক জোট প্রসঙ্গে মাহী বি চৌধুরী বলেন, ‘আমারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চায়। আর যুদ্ধাপরাধের বিচারে জামায়াত অভিযুক্ত হলে দলটিকে নিষিদ্ধ করা যেতে পারে’। ২০০৪ সালের ৪ মে বিএনপি থেকে বের হয়ে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন দল গঠন করেন বদরুদ্দোজা চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমীন বেপারি, মাহবুব আলী, ওয়াসিমুল হক, ওয়াসেল হক।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন