প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে এক প্রীতি ম্যাচে মাঠ কাঁপালেন জেলার সাবেক কৃতি ফুটবলাররা। এতে বাদ যায়নি পৌর মেয়র, কাউন্সিলর, ব্যবসায়ী ও ক্রীড়াবিদরা।
২০ জুন বিকেলে কক্সবাজার গোলচক্কর মাঠে বাহারছড়া জনতা স্পোটির্ং ক্লাব কর্তৃক আয়োজিত বাহারছড়া ফুটবল টুর্ণামেন্টের এ প্রীতি ম্যাচে মাঠ কাঁপিয়ে দর্শক মাতান পৌর মেয়র রাজ বিহারী দাশ, কাউন্সিলর রফিকুল ইসলাম, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সাবেক কৃতি ফুটবলার সাখাওয়াত, সরওয়ার, মুফিজ, গফুর, রাশেদ, খায়রুল, চট্টগ্রামের জব্বার মিয়ার বলীখেলার চ্যাম্পিয়ন দিদার বলী, জসিম, রাশেদ, গফুর (১), গফরু (২), মোশাররফ হোসেন দুলাল, লিটন, জসিম, আলম, নাজিম, রাশেদুল হক, আনোয়ার, ইকবাল, কায়েস, জাফর, জয়নাল, জসিম, আলমসহ অনেকে। প্রীতি ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে সুপার স্টারকে হারিয়ে জয়লাভ করে ফাইভ স্টার একাদশ। খেলা চলাকালে গোলচক্কর মাঠের চারপাশে দর্শক পরিপূর্ণ ছিল। খেলা পরিচালনা করেন টিটু, খালেক ও ছোটন। সার্বিক সহযোগিতায় ছিলেন মহরম আলী, জুয়েল ও কলি। খেলায় বেশী আর্কষণীয় ছিল ভারপ্রাপ্ত পৌর মেয়র রাজ বিহারী দাশ, কাউন্সিলর রফিকুল ইসলাম ও আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন