ইব্রাহীম খলিল
কমিউনিটি গ্রুপ ও স্বাস্থ্য কর্মীদের সঠিক দ্বায়িত্ব পালনে কক্সবাজার রামু উপজেলার ঈদগড় বড়বিল কমিউনিটি ক্লিনিক জেলা-উপজেলার শ্রেষ্ট ক্লিনিক নির্বাচিত হয়েছে।জেলার স্বাস্থ^্য সেবার মানন্নোয়নে ওয়ার্ড/গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গুলো গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছে
। পর্যাপ্ত ঔষধ সরবরাহের মাধ্যমে গ্রামে স্বাস্থ্য সেবার মান দিন দিন বাড়ানোর দাবি এলাকা বাসীর। দেশের জনগণকে একটি নির্দিষ্ট মান সম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গ্রামীণ জনগনের দূর গোড়ায় একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে ‘অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজের’ মাধ্যমে সমন্নিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের লক্ষ্যে গ্রাম/ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও কমিউনিটি ক্লিনিক থেকে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায় দেশের অন্যান্য জেলার মত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৭৮জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২৮ জন ,রামুতে ২৬ জন ,উখিয়াতে ১৬জন, চকরিয়া ৪৩ জন ,পেকুয়ায় ১৪জন, মহেশখালীতে ২৭ জন ,কুতুবদিয়ায় ১২জন ও টেকনাফ উপজেলায় ১২জন। জেলার প্রতিটি ইউনিয়নে ২/৩ টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগের মাধ্যমে উক্ত ক্লিনিক গুলো হতে মা-শিশু,নবজাতক, গর্ভবতী মহিলা সহ সকল ধরণের রোগীকে প্রথামিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সূত্র জানায় ,কমিউনিটি ক্লিনিক হতে প্রদেয় স্বাস্থ্য সেবা সমূহ হল-গর্ভকালীন, প্রসবকালীন, প্রসবোত্তরসেবা,পুষ্টিহীনতা,দীর্ঘমেয়াদী ডায়রিয়া,
আমাশয়, রক্তশুন্যতা, নিউমোনিয়া, সর্দি-কাশি, আয়োডিন স্বল্পতা, কৃমি,শ্বাসতন্ত্রের সংক্রমণ,ম্যালেরিয়া,শিশু ও
নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা প্রদান কিংবা প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান পূর্বক উচ্চতর হাসপাতালে রেফার করা। স্বাস্থ্য কর্মীরা জানায় , দৈনিক গড়ে ৭০/৮০জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয় উক্ত কমিউনিটি ক্লিনিক গুলো হতে। প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশু ও নবজাতক রোগীর সংখ্যা খুবই বেশি। সিভিল র্সাজন অফিস ও রামু উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা যায় ,এদিকে অতি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় প্রতি উপজলো, জলো,বভিাগ থকেে ১ টি করে এবং জাতীয় র্পযায়ে ৩ টি কমউিনটিি ক্লনিকিকে শ্রেষ্ট ক্লিনিক হিসাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ থেকে ।এরই সূত্র ধরে মাঠ পর্যায়ে চলে শ্রেষ্ট ক্লিনিক নির্বাচনের কাজ ।শ্রেষ্ট ক্লিনিক নির্বাচনের ক্ষেত্রে যে সকল বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় সে গুলো –কমিউনিটি গ্রুপের সক্রিয়তা,ক্লিনিকের নামে ব্যাংক একাউণ্ট ,ক্লিনিকের পরিষ্কার-পরিচছন্নতা,সাইন র্বোড ও ডিসপে¬ র্বোড যথা স্থানে প্রর্দশিত থাকা, স্বাস্থ্য কর্মীদের যথা সময়ে ক্লিনিকে উপস্থিতি ও সঠিক দ্বায়িত্ব পালনে আন্তরিকতা , রোগীদের আ্ন্তরিকতার সাথে সেবা ও পরার্মশ প্রদান , ক্লিনিকের টিউবওয়েল ও ভবন ব্যবহারের উপযোগী ,সিএইচসিপি’র জ্ঞান ও দক্ষতা , সিএইচসিপি’র সাথে সিএমসি এইচ ও পরিবার কল্যাণ সহকারীর সু-সর্ম্পক ,ক্লিনিকের সকল রেজিষ্টার আপডেট,নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান ,উচ্চতর চিকিৎসার জন্য রেফার ব্যবস্থা চালু রাখা ,পরির্দশক গণের ভাল মন্তব্য সহ আরো বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ পূর্বক রামু উপজেলার ঈদগড়ের বড়বিল কমিউনিটি ক্লিনিককে রামু উপজেলা সহ কক্সবাজার জেলায় শ্রেষ্ট বেস্ট অব সি.সি নির্বাচিত করাহয়॥ বড়বিল কমিউনিটি ক্লিনিকের সভাপতি আবুল কালাম জানান , সিএইচসিপি এস,এম,রেজাউল করিম ক্লিনিকে যোগদানের পর থেকে ক্লিনিকের উন্নয়নে,তার আন্তরিকতা ,পরিশ্রম ও মেধা দিয়ে যথা সম্ভব চেষ্টা করে এবং আমাদের কমিউনিটি গ্রুপের সহযোগিতা ও সিএমসি এইচ মুবিনুল হক এবং পরিবার কল্যাণ সহকারী নাজমা খানম এর সম্মিলিত প্রচেষ্টায় আজকে বড়বিল কমিউনিটি ক্লিনিক জেলা-উপজেলার শ্রেষ্ট ক্লিনিক নির্বাচিত হওয়ায় আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ,সিভিল র্সাজন ডাঃ কাজল কান্তি বড়–য়া ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিক্লপনা কর্মকর্তা ডাঃ আখতারুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের সংশি¬ষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।এদিকে ক্লিনিকে কর্মরত সিএইচসিপি এস,এম,রেজাউল করিম এর সাথে আলাপকালে জানা যায়,ক্লিনিকে যোগদানের পর থেকে রোগীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান ও উর্ধ্বতন র্কতৃপক্ষের আদেশ যথা নিয়মে পালনে আজকে বড়বিল কমিউনিটি ক্লিনিক জেলায় শ্রেষ্ট বেস্ট অব সি.সি নির্বাচিত হয়েছে তার জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে আরো ভাল ফলাফলের জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন