জালালাবাদ তেলী পাড়া সড়কের করুণ দশা

নুরুল আজিম
সদর উপজেলার জালালাবাদ তেলী পাড়া সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। অর্ধ কিলো সড়ক যেন স্রোতসিনি খাল। বছরের পুরো সময় এমন অবস্থা চললেও যেন দেখার কেউ নেই।
ফলে তেলী পাড়া, লরাবাগ, চরপাড়া, হিন্দু পাড়া সহ বিশাল এলাকার ২০ শহস্রাধিক জনগণের দূর্ভোগের শেষ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জালালাবাদের তেলী পাড়া সড়কটি নানা করণে গুরুত্বপূর্ণ। এই সড়কদিয়ে প্রতিদিন যাতায়াত করছে পোকখালী, জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের ২০ শহস্রাধিক জনগণ। এছাড়া ঈদগাঁও বাজারস্থ এই পাড়াটি বিশাল একটি আবাসিক এলাকা। এখানকার বাসিন্দারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি সহ নানান ধরণের ব্যবসায় জড়িত। এতদাঞ্চলের স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়–য়া কোমলমতি শিক্ষার্থীদের  একমাত্র যাতায়াতের মাধ্যম এই তেলী পাড়া সড়ক। বৃহত্তর ঈদগাঁও এলাকায় গরুর মাংস যোগানদাতাদের আবাসস্তলও হচ্ছে এই তেলী পাড়া। বৃহত্তর ঈদগাঁও এলাকার বৃহৎ হিন্দুপাড়ার বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এটি। কিন্তু এতদ সত্তেও গত ২ বছর ধরে এখানকার একমাত্র যাতায়াতের সড়কটির হয়েছে বেহাল দশা। পুরো বাজারের বৈজ্য, নালার পঁচা দূর্গন্ধযুক্ত পানি গিয়ে পড়ছে সড়কের উপর। প্রখর রুদ্র হলেও জুতা খুলে, কাপড় তুলে সড়ক দিয়ে করতে হচ্ছে জনসাধারণকে যাতায়াত। অনেক সময় এই পানি মাখা সড়ক দিয়ে চলতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা খোচড় খেয়ে পড়ে বইখাতা ভেজাচ্ছে। এতে তাদের শিক্ষার্জন হচ্ছে ব্যাহত। ফলে দরিদ্র অভিভাবক মহল পড়ছে চরম ক্ষতিতে। বিগত অনেকদিন ধরে সড়কের উপর দিয়ে চলছে না রিক্সার মতো ছোট যানবাহন। এরপরও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কোন বিভাগের লোকজনের নজরে আসেনি এই বেহাল দশার চিত্রটি। ফলে এতদাঞ্চলের বিশাল জনগোষ্টি চরম দূর্ভোগে পড়ে দূর্দিন পোহাচ্ছে। এই এলাকার বাসিন্দা ও রাজনীতিবীদ ডা. মমতাজ ও আলমগীর তাজ জনি জানান, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারকে বছরের পর বছর এই সড়কটির ব্যাপারে অনুরোধ করেও কোন ফল দেখা যায়নি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য তার তহবিল থেকে মেম্বার মার্ফত সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছিল। কিন্তু এতেও কাজের কাজ কিছুই হয় নি। এব্যাপারে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম সওদাগরও একই কথা বলেছেন। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আমান উল্লাহ ফরাজীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি শিঘ্রই জন দূর্ভোগ লাগবের জন্য দ্রুত এই সড়কটি উন্নয়নের ব্যবস্থা নিবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। ইউননিয়ন পরিষদ কিংবা সরকারী যে কোন প্রতিষ্টান যার মাধ্যমেই হউক উক্ত সড়কের বেহাল দশা থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি সংস্কার পূর্বক উন্নয়ন করতে সংশ্লিষ্ট উর্ধŸতন বিভাগের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন তেলী পাড়া সহ এই সড়কদিয়ে যাতায়াতকারী ২০ সহস্রাধিক জনসাধালণ।