বুধবার শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল

বাণী ডেস্ক
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ও নিখোঁজ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। সোমবার শিবিরের ভারপ্রাপ্ত প্রচার স¤পাদক মিজানুর রহমান
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিবৃতিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী, আব্দুস সালাম, রাজশাহী মহানগরীর অফিস স¤পাদক আনোয়ারুল ইসলাম মাসুম, ইসলামী বিশ্ববিদ্যায়ের শিবির নেতা ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাস,  ঢাকা মহানগরীর উত্তর শিবির নেতা,  নুরুল আমিন এবং ঢাকা মহানগরী পশ্চিম শাখার শিবির নেতা হাফেজ মো.জাকির হোসেনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি। বিবৃতিতে বলা হয়, অবিলম্বে কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও নিখোঁজ নেতাদের মুক্তির না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে শিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার বলেন, আটক নেতাদের মুক্তির দাবিকে সামনে রেখে আগামী বুধবার ছাত্রশিবির সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। যদি এরপরও সরকার কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত নেতাদের সন্ধান না দেন তাহলে হরতালের চেয়েও আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।