ঈদগাঁওতে প্রাইভেট কারের ধাক্কায় রিক্সা চালক আহত

ঈদগাঁহ প্রতিনিধি
সদরের ঈদগাঁওতে প্রাইভেট কারের ধাক্কায় রিক্সা চালক গুরুতর আহত হয়েছে। ৮ জুলাই বিকাল ৫ টায় বাস ষ্টেশনের কেজি স্কুল গেইট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রিক্সা চালক মো. আনোয়ার (২৭)
ইসলামাবাদ দক্ষিণ খোদাইবাড়ী এলাকার জনৈকের ভাড়া কলোনীর ভাড়াটিয়া বলে জানা গেছে। তাকে ঈদগাঁও’র একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী মতে, সোমবার বিকেলে চট্টগ্রামমুখী প্রাইভেট কার (চট্টমেট্টো-গ ১১-২০৮৫) ঈদগাঁও বাসষ্টেশনে বর্ণিত স্থানে এসে পেছন থেকে আনোয়ারের রিক্সায় ধাক্কা দেয়। এসময় সে রিক্সা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ কারটি আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। তবে চালক পলাতক রয়েছেন।