টেকনাফ নাফনদী সীমান্তে মিয়ানমারের নৌ জাহাজের টহল

টেকনাফ প্রতিনিধি: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মিয়ানমার নৌ বাহিনী টহল জোরদার করেছে সেদেশের সরকার। বর্মী নৌ-জাহাজকে মিয়ানমার অংশের নাফনদীতে ১৯ জুলাই শুক্রবার সকালে টহল দিতে দেখা গেছে। সীমান্তের একাধিক সুত্রে জানা গেছে মিয়ানমার সরকার তাদের সীমান্ত রক্ষী বাহিনী
“নাসাকা” কে বিলুপ্ত করে ১২ জুলাই। এর পর থেকে সীমান্তে এখনও নতুন কোন বাহিনীকে সরাসরি নিয়োগ না দিলেও নাসাকা’ বাহিনীর সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে। নাসাকা পোষ্টগুলোতে পুলিশ,কাস্টমস ও অভিবাসন বিভাগের সদস্যরা স্ব স্ব ইউনির্ফম পড়ে দায়িত্ব পালন করছে। নাসাকা’র আগের ইউনির্ফম এখন আর তাদের গায়ে নেই। সীমান্তে নাসাকা বাহিনীর পরির্বতনে যাতে কোন ধরণের শৃংখলা ভংগ না ঘটে এবং সীমান্তে বহিঃশত্রুর যে কোন ধরনের বিরোধী কর্মকান্ড প্রতিরোধ করতে নৌ টহল বেশ কয়েকদিন ধরে সীমান্তে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষিতে সীমান্তে তাদের কার্যক্রম তদারকি ও সীমানা পাহারা দিতে নৌ-জাহাজের এ টহল এমনটি মনে করছেন ওয়াকিবহাল সুত্রগুলো। টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান নৌ বাহিনীর সেন্টমার্টিন কন্টিজেন্ট কমান্ড’র এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, “মিয়ানমার সরকার নাসাকা বিলুপ্ত করায় সীমান্তে মিয়ানমার নৌ বাহিনীর জাহাজ বেশ কয়েকদিন মংডু সীমান্তে অবস্থান নিয়েছে। শুক্রবার সকালে আর একটু উত্তরে টেকনাফ নাইট্যং পাড়া এলাকার মিয়ানমার প্যাংপ্রু এলাকায় অবস্থান নিয়েছে।” এছাড়া সীমান্তে বিজিবি সার্বিক বিষয় নজরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।