নাজির পাড়ার এনাম বাহিনীর হাত থেকে অল্পের জন্য রেহাই পেল ১ব্যক্তি

জাফর আলম: টেকনাফ নাজিরপাড়ায় চাদাঁ না দেওয়ায় অস্ত্রধারী, সন্ত্রাসী ও ইয়াবা সম্রাট এনাম বাহিনীর প্রধান এনাম আবারো অস্ত্রের মহড়া দিয়ে গাড়ী ভাংচুর করেছে। এ ঘটনায় এনাম বাহিনীর প্রধান এনামকে অভিযুক্ত করে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগে জানাযায়-১৩ জুলাই দুপুর ২টায় টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে আবদুর রহমান টেকনাফ বাজারে যাওয়ার পথে চকবাজার এলাকায় পৌছলে একই এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে কুখ্যাত সন্ত্রাসী ও ইয়াবা সম্রাট এনামুল হক এনাম তার বাহিনী নিয়ে আবদুর রহমানকে গতিরোধ করে দীর্ঘ দিন থেকে দাবীকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে এনাম তার বাহিনীর সদস্যদের নিয়ে আবদুর রহমানকে মারধর ও তার গাড়ীটি ভাংচুর করে। এসময় তার শৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে কোন রকম প্রাণে রক্ষা পেয়ে পালিয়ে যায়। এর আগে এনাম ও ভুট্টো বাহিনীর নেতৃত্বে শিলবুনিয়াপাড়ার বসতবাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত, একই এলাকার কালুর বসত বাড়ি, মোটর সাইকেল ভাংচুর ও হাতের আঙ্গুল কেটে নিয়ে ফেলা হয়, দক্ষিণ জালিয়াপাড়ার পুতুইন্যার পুত্র মোঃ ইসমাইলকে মাথায় ছুরিকাঘাত ও সাবরাং এক রিক্সা চালককে অপহরণ করে হাতের ৪টি আঙ্গুল কেটে নেওয়াসহ একের পর এক নানান অপরাধ মূলক কর্মকান্ড সংঘঠিত করেছে বলে অভিযোগ রয়েছে।  তাই এলাকাবাসীর দাবী এই বাহিনীকে প্রশাসনের আওতায় এনে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে তাদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি প্রতিষ্টার জোর দাবী জানান।