আওয়ামী লীগের ১০ নম্বর বিপদ সংকেত : এরশাদ

ডেস্ক রিপোর্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন,‘ গাজীপুরে জাতীয় পার্টি সমর্থন দেওয়ার কারণে ১৪ দল সমর্থিত প্রার্থী কিছু ভোট বেশি পেয়েছে। এই নির্বাচনের ফল সরকারের জন্য বিপদ সংকেত। সকালে মতিঝিলে একটি ব্যাংকের শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমন ভাবে পরাজিত হবে তার কোনো মানে হয় না। সরকারের জন্য এটি আগাম ১০ নম্বর বিপদ সংকেত। আমাকে এই সমর্থন দেওয়ার কোনো অর্থ ছিল না। আমার দলের কর্মীরা ইতি মধ্যেই কাজ শুরু করেছে। সেই কারণে তাদেরকে আর ফেরানো সম্ভব ছিল না। তার পরেও আমি যেহেতু মহাজোটের সঙ্গে আছি। সেই কারণে সমর্থন না দেওয়ার কোনো কারণ ছিল না। আমরা ৪ বছর ধরে বলে আসছি এখনো বলছি আগামী জাতীয় নির্বাচনে একক ভাবে দাঁড়াবো।

স্থানীয় অনেকেই মনে করছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজীপুরের স্থানীয় লোক না হওয়ায় অনেক নেতা কর্মী তার পক্ষে মাঠে নামে নাই। এছাড়া সরকারের নেয়া কিছু পদক্ষেপ ও এলাকা ভিত্তিক প্রভাবের কারণে এই পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় ও তৃর্ণমূল নেতারা মনে করেন ভবিষ্যতে যেনো প্রার্থী নির্বাচনে তাদের মতামতকে আরও গুরুত্ব দেওয়া হয়।