টেকনাফের দুই শীর্ষ জামায়াত নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর দাবি

বার্তা পরিবেশক: টেকনাফ উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব নুর হোছাই ছিদ্দিকী ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান জেলা জামায়াতের শীর্ষ নেতা নুর আহমদ আনোয়ারীকে বিনাকারণে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, উখিয়া-টেকনাফের বারবার নির্বাচিত সাংসদ সাবেক হুইফ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
এক বিবৃতিতে তিনি জামায়াতের দুই শীর্ষ নেতাকে কোন কারণ ছাড়া গ্রেপ্তার করায় গভীর উৎকণ্ঠা জানিয়ে বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই বলেই পুলিশ এই দুই জননেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকিয়ে দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন।
যা শুধু অমানবিক নয়, মানবাধিকার লঙ্ঘনেরও শামিল। সরকার মনে করছে বিরোধী দলের রাজনীতিবিদদের মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে আজীবন তারা ক্ষমতার মসনদে থেকে যাবে। শাহজাহান চৌধুরী সরকার ও পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। মনে রাখতে হবে আইনের অপব্যবহার করে পৃথিবীর কোন শক্তিই স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। বড় বেশি কিছু না হলে অন্তত আল্লাহর গজব হলেও এসব জালেমদের উপর পড়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন