ঘরে বসেই পাওয়া যাবে সৌদি ‘আকামা’

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য আকামা ট্রান্সফার (ভিসা ঠিক রেখে নিয়োগকর্তা পরিবর্তন) আরো সহজ করার লক্ষ্যে একটি চুক্তি করতে যাচ্ছে সৌদি পোস্ট। এ চুক্তি বাস্তবায়ন হলে ঘরে বসেই ‘আকমা হাতে পাবেন সে দেশে বসবাসরত প্রবাসীরা।
আজ মঙ্গলবার সৌদি গেজেট পত্রিকার এক রিপোর্টে এ তথ্য জানানো হয়।
সৌদি পোস্টের চেয়ারম্যান ড.মোহাম্মদ বেনটিন জানান, ‘এ বিষয়ে আমরা পাসপোর্টের ডাইরেক্টরেট জেনারেলের সঙ্গে একটি চুক্তি সই করার দোরগোড়ায় পৌঁছে গেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা চুক্তিতে সই করতে পারবো।’

সৌদি প্রেস এজেন্সির(SPA) সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ‘এই সার্ভিসটা চালু হলে, সৌদিতে বসবাসরত প্রবাসীসহ দেশের নাগরিকরাও উপকৃত হবেন।’

উল্লেখ্য, এর আগে অনেক প্রতীক্ষার পর সৌদিতে চালু হয়েছিল সৌদি আরবে বাংলাদেশিদের আকামা ট্রান্সফার ।

তখন ‘আকামার বৈধতার জন্য অবৈধ প্রবাসীদের তিন মাসের জন্য সাধারণ ক্ষমারও ঘোষণা করে দেশটির সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন