চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

এম.রায়হান চৌধুরী: চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয় হতে পারেন এমন নেতাকে প্রার্থী দেয়া হবে বলে তৃণমুল নেতাদের আশ্বস্ত করেন। গত ৭অক্টোবর গণভবনে তৃণমুল নেতাদের বৈঠকে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী পরিবর্তনের দাবী জানালে তিনি এ ঘোষণা দেন। 

জানা যায়, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ৭অক্টোবর কক্সবাজার জেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাদের সাথে মতবিনিময় কালে জেলার ৪টি আসন থেকে সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম ফরমে লিখতে বলা হয়। ওইসময় তৃণমুল নেতারা প্রতি আসনে সম্ভাব্য তিনজন করে প্রার্থীর নাম জমা দেন। চকরিয়া-পেকুয়া আসনে চকরিয়া, পেকুয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক থানাসহ আওয়ামীলীগের ৪টি ইউনিট রয়েছে। গণভবনের বৈঠকে চকরিয়া, পেকুয়া ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এমপি প্রার্থী হিসেবে ফরমে তিনজনের নাম জমা দেয়ার ক্ষেত্রে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জাফর আলম এমএ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নাম প্রধান্য দিয়েছে বলে জানা যায়। গণভবনের বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বিগত ১৯৯৬, ২০০১ সালে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং ২০০৮ সালে তার সহধর্মীনী হাসিনা আহমদ থেকে শোচনীয় পরাজয়ের বিষয়ে দূ:খ প্রকাশ করে বলেন, যিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি ন¤্র ও ভদ্র লোক, তাকে দিয়ে বিএনপির প্রার্থীকে পরাজয় করা সম্ভব হবে না। আগামী নির্বাচনে আওয়ামীলীগ নেতা যিনি মাঠে ময়দানে, মিছিলে মিটিংএ, বিএনপি ও জামায়াতের হরতাল প্রতিরোধে সক্ষম ও নেতাকর্মীদের সুখে দু:খে পাশে রয়েছেন সেই নেতা সাবেক মেয়র জাফর আলম ছাড়া বিকল্প প্রার্থী নেই। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ন¤্র ও ভদ্র প্রার্থী আর দেবো না, আমি প্রার্থী বদলে দেবো। আমি বিএনপি প্রার্থীকে পরাজয় করতে পারে, এমন শক্তিশালী নেতাকে মনোনয়ন দেবো। তিনি আরো বলেন, তৃণমুল নেতাদের মতামত এবং আমাদের একাধিক জরিপ পর্যালোচনা করে যারা তৃণমুল নেতাকর্মীরে সাথে বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিহত করেছে, যারা তৃণমুল সংগঠনকে শক্তি করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তাদের প্রার্থী বাঁচাইয়ে অবশ্যই মূল্যায়ন করা হবে। এদিকে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে শক্তিশালী প্রার্থী দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি’র প্রার্থীকে পরাজয় করতে পারে এমন নেতাকে মনোনয়ন দেয়ার জন্য বলেছি। কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: নুরুল আবছার বলেন, চকরিয়া-পেকুয়া আসনে বিএনপি-জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিগত আন্দোলন সংগ্রামে যিনি মাঠে ময়দানে রয়েছে তাকেই মনোনয়ন দিলে আমরা বিজয় হতে পারবো বলে আশা করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন