পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা কমিউনিটি পুলিশের সভা

বার্তা পরিবেশক: আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে জেলা কমিউনিটি পুলিশের এক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কক্সবাজার সদর মডেল থানার হল রুমে জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এড. রনজিত দাশের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি  কে পল, সাংগঠনিক সম্পাদক উদয় শংকর পাল মিটু, মহিলা সম্পাদিকা আয়েশা সিরাজ, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন, এড. প্রতীভা দাশ, নুরুচ্ছফা সিদ্দিকী, মাষ্টার মুজিবুর রহমান।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান জানান। শারদীয় দূগাপুর্জার শেষের দুদিন পুর্জা মন্ডপে এবং প্রতিমা বিসর্জন এর দিন (১৪ অক্টোবর) সকল কমিউনিাট পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের স্ব-স্ব এলাকায় দায়িত্ব পালনের সিদান্তগৃহিত হয়। এছাড়া প্রতিবছর এর ন্যায় এ বছরও ঈদুল আযহার  পবিত্রতা রক্ষা ও আইশৃংখলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য কমিউনিটি পুলিশের সকল স্তরের  দায়িত্বশীলদের   আরো গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন, ৬ নং জোনের  সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার মুফিজুর রহমান, ২ নং জোনের সভাপতি মিজানুর রহমান, ৩ নং জোনের  সাধারণ  সম্পাদক কলিম উল্লাহ কলিম, ৫ নং জোনের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ কাসেম আলী, ২ নং জোনের  সাধারণ সম্পাদক রফিকুল হক, যুগ্ন সম্পাদক জিল্লু রহমান কাজল, খোরশেদ আলম (৪নং জোন), সেলিম নেওয়াজ (১নং জোন), রুহুল কাদের মোরশেদ (৯নং ওয়ার্ড) সাইফুল ইসলাম (৫নং জোন), রুহুল কাদের শিলু (১০ নং ওয়ার্ড), সরওয়ার আলম, মোহাম্মদ উল্লাহ (১নং ওয়ার্ড) প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন