এমপি বদিকে মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রী বানাতে কক্সবাজারবাসীর দৃষ্টি এখন প্রধানমন্ত্রীর দিকে

এমপি আবদুর রহমান বদি

আমাদের সময় ডটকম: কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এলাকার জনপ্রিয় নেতা আব্দুর রহমান বদি এমপি’কে প্রতিমন্ত্রী করার দাবি জানিয়েছেন, কক্সবাজারবাসি। এজন্য সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফসহ পুরো জেলাবাসির দৃষ্টি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তারা বলেছেন, দেশের সবকটি জেলা শহরের মধ্যে কক্সবাজারই পর্যটন রাজধানী, যেখানে প্রতিবছর লাখ লাখ দেশি বিদেশী পর্যটক আসেন। ভৌগোলিক ও নানা কারনে কক্সবাজারের রয়েছে বিশাল গুরুত্ব। জাতীয় অর্থনীতির সিংহভাগই যোগান দেয় অত্র জেলা। এখানকার বাতাসে উড়ে ডলার, চিংড়ি, মৎস্য, লবণ, আকরিক লৌহ ও টেকনাফ স্থলবন্দরসহ নানা প্রয়োজনীয় কারনে জাতীয় অর্থনীতিতে কক্সবাজার যে পরিমাণ অবদান রাখে সেই পরিমাণ রাষ্ট্রীয় মূল্যায়ন কখনো পাননা জেলাবাসী।
অথচ দেশের ইতিহাসে গণতান্ত্রিক ধারায় সরকার আসে আর যায়, কিন্তু কক্সবাজারবাসী সবসময় বঞ্চিত হন নিজেদের ন্যায্য অধিকার থেকে। অথচ গণতান্ত্রিক সরকারে প্রতিবারই দেশের সবকটি জেলা শহর থেকে কেউ না কেউ মন্ত্রি-প্রতিমন্ত্রী হয়ে নিজের জেলাবাসীকে গৌরবান্বিত করলেও স্বাধীনতার পর গত ৪ দলীয় জোট সরকার আমলে একমাত্র বেগম খালেদা জিয়াই বিএনপি’র বর্তমান যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে প্রতিমন্ত্রী করে কক্সবাজারবাসীকে ধন্য করেছিলেন। এ কারনে প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হাত ধরে কক্সবাজারের উন্নয়ন হয়েছে ব্যাপক। এরপর থেকে দেশের গুরুত্বপূর্ণ এই জেলার সব উন্নয়ন কর্মকান্ড ধমকে আছে। এ অবস্থায় কক্সবাজারবাসি মনে করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষিয় সরকার প্রধান শেখ হাসিনা অন্তত এবার অত্র জেলার উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত এমপি আব্দুর রহমান বদিকে কক্সবাজার উন্নয়নের জন্য মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রী দায়িত্ব দেবেন। কারন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পর্যটন জেলা কক্সবাজারবাসী কম অবদান রাখেননি। তাই জেলার সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, চিকিৎসক, কুলি, তাঁতিসহ সর্বস্তরের জনগণের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অন্তত এইবার হলেও যেন কক্সবাজার থেকে একজন মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রী দিয়ে অত্র জেলাকে এগিয়ে নিয়ে যান। কাজেই কক্সবাজার জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের সাধারণ জনগণ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, রোববারে গঠিতব্য মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী যেন কক্সবাজার থেকে একজন মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রি নিয়োগ দিয়ে কক্সবাজারবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। এজন্য জেলার সচেতন জনগণ উখিয়া-টেকনাফ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে উপযুক্ত মনে করে প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি কামনা করেছেন। তাই জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পুরো জেলাবাসীর দৃষ্টি এখন মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। সকলের প্রত্যাশা নেত্রী এই জেলা থেকে অন্তত একজন মন্ত্রি কিংবা প্রতিমন্ত্রি দিয়ে যেন কক্সবাজারবাসীকে গৌরবান্তিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন