মন্ত্রীর জন্য কক্সবাজারে হতাশা : তবুও দৃষ্টি প্রধানমন্ত্রীর দিকে

ফরিদুল মোস্তফা খান: নতুন মন্ত্রী সভায় পর্যটন জেলা কক্সবাজারের কেউই স্থান না পাওয়ায় চরম হাতশ হয়ে পড়েছেন জেলাবাসি। ফলে কক্সবাজার জেলা আ’লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতারা বর্তমানে মানসিক যন্ত্রণায় সময় কাটাচ্ছেন। শীর্ষ নেতৃবৃন্দের কেউই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের দিন সরকার ও এলাকার এমপিদের সমর্থনে যারা আনন্দ মিছিল করেছিলেন, রবিবার নতুন মন্ত্রী সভার শপথ অনুষ্ঠানে তারা চরম হতাশ হয়ে পড়েন। শুধু শীর্ষ নেতারা নয়, মন্ত্রী সভায় নিজেদের প্রিয় জেলা থেকে একজন প্রতিনিধিকেও খুঁজে না পাওয়ায় বিষয়টি নিয়ে এখন জেলার আনাচে-কানাচে বিরাজ করছে গণঅসন্তোষ। এই অবস্থায়, সংশ্লিষ্টরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

তারা বলেছেন, দেশের সবকটি জেলা শহরের মধ্যে কক্সবাজারই পর্যটন রাজধানী, যেখানে প্রতিবছর লাখ লাখ দেশি বিদেশী পর্যটক আসেন। ভৌগোলিক ও নানা কারণে কক্সবাজারের রয়েছে বিশাল গুরুত্ব। জাতীয় অর্থনীতির সিংহভাগই যোগান দেয় অত্র জেলা। এখানকার বাতাসে উড়ে ডলার, চিংড়ি, মৎস্য, লবণ, আকরিক লৌহ ও টেকনাফ স্থলবন্দরসহ নানা প্রয়োজনীয় কারণে জাতীয় অর্থনীতিতে কক্সবাজার যে পরিমাণ অবদান রাখে সেই পরিমাণ রাষ্ট্রীয় মূল্যায়ন কখনো পান না জেলাবাসি। তাই পর্যটন শহর হিসেবে নিজের জেলাকে উন্নয়ন করার জন্য হলেও অন্তত এখানকার একজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী প্রয়োজন। ফলে জেলাবাসি চান বিলম্বে হলেও মাননীয় প্রধানমন্ত্রী যেন বিষয়টি বিবেচনা করে কক্সবাজারবাসিকে গৌরবান্বিত করেন। সংশ্লিষ্টরা একারণে প্রয়োজনে জেলার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে উখিয়া-টেকনাফ থেকে বার বার নির্বাচিত এমপি আবদুর রহমান বদি অথবা যোগ্য কাউকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রীর তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন