মিয়ানমারে অগ্নিকাণ্ডে নিহত ১৭, আহত ৮০

অনলাইন ডেস্ক | তারিখ: ২৯-১২-২০১১
মিয়ানমারের ইয়াংগুন শহরের একটি শিল্প এলাকায় আজ বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ ব্যক্তি নিহত এবং ৮০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তবে নিহতের সংখ্যা ৫০ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, মিয়ানমারের বৃহত্তম ইয়াংগুন শহরের পূর্বাঞ্চলীয় উপশহরের রাসায়নিক দ্রব্যের একটি সরকারি গুদামে আজ রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২ জন পুরুষ ও ৫ নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা। নিহতদের মধ্যে দমকল বাহিনীর তিন সদস্যও রয়েছেন। কর্মকর্তারা জানান, হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।
ওই রাষ্ট্রায়ত্ত গুদামে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের বাড়িঘর ও ভবনে ছড়িয়ে পড়ে। বাড়িগুলোর অধিকাংশই ছিল কাঠের তৈরি। একপর্যায়ে আগুন পার্শ্ববর্তী বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধারে তত্পরতা অব্যাহত রেখেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন