ঈদগড়ে সাইক্লোন শেল্টার না থাকায় ঝুঁকির মুখে রয়েছে ২৫ হাজার জনগণ

ইব্রাহিম খলিল, ঈদগড়
কক্সবাজার রামুর ঈদগড়ে সাইক্লোন শেল্টার না থাকায় বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে এলাকার ২৫ হাজার জনগণ। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ঈদগড়ের চরপাড়া, পূর্বরাজঘাটা, উপরেরখীল, বড়ইচর, হাছনাকাটা, ক্যাম্পরচর, কোনাাপাড়া, টুঠারবিল, মইগ্যারজুম সহ আরো বিভিন্ন নি¤œ এলাকায় বসবাসকারী মানুষের জীবনে নেমে আসে চরম দূর্ভোগ।
বর্ষকাল আসলেই চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটায় উল্লেখিত এলাকার লোকজন। এলাকার বিশাল এ জনগোষ্টির জন্য নেই সাইক্লোন শেল্টার। বছরে প্রায় ৫/৬ মাস বৈরী আবহাওয়ার সাথে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে এলাকার লোকজন। প্রতি বছর পাহাড়ি ঢলের পানিতে উল্লেখিত এলাকাগুলো ডুবে যায়।ফলে লাখ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় এবং বর্ষাকালেও খোলা আকাশের নিছে বসবাস করতে হয় এলাকার লোকজনকে। ১৯৯১ সালের পর দেশী ও বিদেশী কিছু এনজিও সংস্থার অর্থায়নে কুতুবদিয়া ও মহেশখালী সহ জেলার উপকূলীয় অঞ্চল সমূহে কিছু কিছু সাইকেøান শেল্টার নির্মাণ করা হলেও ঈদগড়ে কোন ধরণের সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়নি। তাই এলাকার লোকজন বর্ষা এলেই নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকার সাধারণ জনগণ পাহাড়ি ঢলের পানি থেকে রক্ষা পেতে এবং সহায় সম্বল রক্ষার্থে শিঘ্রই ঈদগড়ে সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন