প্রেস বিজ্ঞপ্তি
জেলার অন্যতম সামাজিক আন্দোলনমূখী সংগঠন কক্সবাজার প্রজন্ম মঞ্চ এর জরুরী সভা ২৪ মে শুত্র“ুবার বিকাল ৩ টায় অস্থায়ী কার্যলয়ে সংগঠনের আহবায় এম ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার প্রজন্ম মঞ্চ সিপিএম এর প্রতিষ্টতা সমন্বয়ক এইচ,এম নজরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি বলেন,আমাদের সমাজ ব্যবস্থা আজ দুই শিবিরে বিভক্ত, একদিকে অন্ন,বস্ত্র,চিকিৎসা,বাসস্থান ও শিক্ষার অধিকারহীন হাজার ও মানুষ অন্যদিকে বড় বড় শিল্পের মালিক, সমাজের জোতদার মহাজন এরায় হচ্ছে আমাদের সমাজের উপরতলার শোষক শ্রেণী। আর শোষক বুর্জোয়া শ্রেণীর স্বার্থে গঠিত এই সমাজকে ভাংতে হবে,মেহনতী মানুষের স্বার্থে নতুন ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে নতুন প্রজন্মকে দায়ত্ব নিতে হবে।এ জন্য প্রয়োজন শক্তিশালী সমাজিক সংগঠন। উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন,সদস্য সচিব সাইদুল হোসেন (সাহেদ),সাইফুল ইসলাম বাবু,মোঃ মিজান,রিফাত, মোঃ বোরহান উদ্দিন, মোঃ শফিকুর রহমান (তাছিন),তারেকুল ইসলাম, ইমরুল কায়েস (তানজিব),মোঃ রায়হান, আলী আনান, রহিমুল্লা,আতিক উদ্দিন,নৌমান জাওয়াদ। সভায় সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়,২/১ দিনের মধ্যে পূর্ণাগ কমিটি গঠন, একই সাথে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ কমিটি গঠন, সংগঠনের তহবিল গঠন,এস,এস,সি উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধানের সিদ্ধান্ত গ্রহন করা হয়, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাহাত উদ্দিন বাপ্পী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন