রাতে আরো তিন মাস বন্ধ থাকছে শাহজালাল বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট
আকাশপথে দেশের প্রধান প্রবেশপথ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আরো তিন মাসের জন্য বন্ধ হচ্ছে। ১ জুন থেকে আগস্ট রাত পৌনে একটা থেকে রাত সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে,  রানওয়েতে নতুন লাইট স্থাপনের জন্য ১ জুন থেকে প্রতিরাতে পৌনে চার ঘণ্টার জন্য বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে।
তবে দীর্ঘ সময় ধরে রাতে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর আগে রানওয়ে সংস্কারের জন্য ২০১২ সালের ১ ডিসেম্বর থেকে  ২০১৩ সালের ৩০ মে পর্যন্ত টানা ৬ মাস রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৪৫টি উড়োজাহাজ উঠানামা করে। এর মধ্যে প্রতিরাতে গড়ে ওঠানামা করে ৪৫টি উড়োজাহাজ। ১৮৭ কোটি টাকা ব্যয়ে রানওয়ে মেরামতের কাজ চলছে। রানওয়ে মেরামত শেষ না হতেই শুরু হচ্ছে লাইট স্থাপনের কাজ। এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের অভিভাবক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) গ্র“প ক্যাপ্টেন শফিকুল আলম বাংলানিউজকে বলেন,  “বিমানবন্দরের উন্নয়ন কাজের অংশ হিসেবেই এ কাজ করা হচ্ছে। দিনরাত ২৪ ঘণ্টা কাজ করলে এর চেয়ে কম সময়ে কাজটি শেষ করা যেতো। কিন্তু তা সম্ভব হচ্ছে না বলে কিছুটা বেশি সময় নিয়ে কাজটি করতে হচ্ছে।”  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন