ডেস্ক রিপোর্ট
সিলেট বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে সিলেটের ১৮ দল। সিলেট মহানগর ১৮দলীয় জোটের প্রধান এমএ হক এ তথ্য নিশ্চিত করেন। শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হকের মিরাবাজার যতরপুরের বাসভবনে ১৮দলের এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সিলেট জেলা ও মহানগর ১৮দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় জামায়াতের কারাবন্দি প্রার্থী এবং বিএনপির অন্য তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্য মেয়র প্রার্থীরা রোববার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। রোববারই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
জামায়াতের মেয়র প্রার্থীর ছিলেন- মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। বিএনপির অন্য প্রার্থীরা হলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামছুজ্জামান জামান ও মহানগর বিএনপির সাধারণ স¤পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী। ১৮ দলীয় জোট প্রধান এম এ হক বাংলানিউজকে বলেন, “সম্মিলিতি নাগরিক জোটের প্রার্থী আরিফুল হককে ১৮ দল সমর্থন দিয়েছে। তাই তিনি এখন বিএনপির একক প্রার্থী নন। এখন ১৮দলীয় জোটের প্রার্থী। ১৮ দল সম্মিলিতভাবে আরিফুল হক চৌধুরীর পক্ষে কাজ করবে।” এর আগে, সাবেক নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হককে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে, সিলেটের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং সচেতন মহল মনে করেন, আরিফুল হক চৌধুরীকে ১৮ দল সমর্থন দেওয়ায় কামরান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন