কক্সবাজারে মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দিনব্যাপী এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কক্সবাজারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ কাজল কান্তি বড়–য়া। সকালে শহরের রুমালিয়ারছড়াস্থ সূর্যের হাসি ক্লিনিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ।
দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক ফরিদুল মোস্তফা খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আব্দুস ছালাম, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোঃ ইসা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা অসীম কুমার বড়–য়া, ডাঃ তাজিনা শারমিন প্রমুখ। এতে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবি মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন