নমিনেশন বাণিজ্য বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব

ডেস্ক রিপোর্ট : 
যতদিন নমিনেশন বাণিজ্য চলবে ততদিন সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহম্মদ আবদুর রউফ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। অন্য দেশের ওপর নির্ভরতা কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দেশের সমস্যা হলে প্রতিবেশী দেশ এগিয়ে আসে না।
বাংলাদেশের সমস্যায় ভারত এগিয়ে আসবে না। কারণ তখন তারা আমাদের ওপর থেকে ব্যবসা করে নিতে পারবে।'
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'ইতোমধ্যে দেশের ৯৮ শতাংশ বুঝতে পেরেছে সমস্যা কোথায়। বাকি দুই শতাংশ বুঝবে না। কারণ তারা নীতিতে নেই। ‘
ছোট দেশ হওয়ায় গণতন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে  মিলেমিশে থাকতে কবে। গণতন্ত্রকে রক্ষা করতে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সরকারি ও বিরোধী দল যতই লাফালাফি করুক না কেন সবার আগে সরকারকে নিরপেক্ষ হতে হবে। না হলে পোলিং মেশিন সচিবালয় স্থাপন করা হোক না কেন, নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাবে।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ করে বলেন, ‘দুঃখের বিষয় হলো শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস আমাদের রক্তে ঢুকে গেছে। যে প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার কথা হচ্ছে এটা রাখলে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন হবে না।’

প্রশাসনের লোক কতটা নিরপেক্ষ এ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫-২০ লাখ লোক দরকার। প্রশাসনের লোক ছাড়া নির্বাচন হয় না। প্রশাসনের লোকের পায়ে পড়লেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ যে সরকার তাকে পদোন্নতি দিয়েছে তার পক্ষে তার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। অন্য দল ক্ষমতায় আসলে তার চাকরি যাবে।'

ইংরেজি ডেইলি নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘অবসর নেওয়ার অর্থ সব দায়িত্ব থেকে যাওয়া নয়। সৈনিকদের দায়িত্ব বেশি। দেশ ও জনগণের কল্যাণে তাদের ভূমিকা রাখার সুযোগ অনেক বেশি।’

অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, ‘দেশে বর্তমানে দুনীর্তির মহোৎসব চলছে। শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হোতাদের বিচার হচ্ছে না।’

মেজর (অব.) এমএম মেহবুবুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলে আরও বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মনজুর কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।

উল্লেখ্য কাউন্সিলে  মেজর (অব.) এমএম মেহবুবুর রহমানকে সভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন