প্রভাবশালীদের গুদামঘর নির্মাণ, খাল ভরাট ও বড় বড় চিংড়ি ঘের তৈরীর জের
টেকনাফ প্রতিনিধি
টেকনাফে পৌরসভায় পূর্নিমার জোয়ার অল্প বৃষ্টিতে আবারো ৪ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ফলে তাদের ঘরের ভিতরে পানি ঢুকে চলাফেরা ও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।
২৪ মে সরজমিন পৌরসভায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পূর্নিমার জোয়ার ও সামান্যতম বৃষ্টিতে খালও নদীর পানি বেড়ে যাওয়ায় পৌরসভার নিম্ন এলাকার গ্রামগুলোতে পূর্নিমার জোয়ারে পানি ঢুকে পড়েছে। এতে টেকনাফ পৌরসভার পশ্চিম অলিয়াবাদ প্রকাশ সাইট্যংখিল, চৌধুরী পাড়া, উত্তর, মাধ্যম ও দক্ষিণ জালিয়া পাড়াসহ শত শত ঘরবাড়ী পানিবন্দি হয়ে পড়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিবার বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে আসলেও এখনো পর্যন্ত কোন বেড়িঁবাধেঁর নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমের পূর্নিমার জোয়ারে ও টানা বৃষ্টি হলে এভাবে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, পানিবন্দি হয়ে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। এছাড়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের পাশেও মধ্যেখানে বড় বড় চিংড়ি ঘের তৈরী, খাল ভরাট করে বাড়ীঘর নিমার্ণ,ও গুদামঘর তৈরী করায় খালের অংশ দিন দিন ছোট হয়ে আসছে। এতে প্রতিবছর বর্ষা নেমে আসলে আমাদের এ এলাকাগুলো পানিবন্দি হয়ে চরম দূভোর্গ পোহাতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন