পৌরসভা ও সওজ এর রশি টানানির জের || টেকনাফ পৌর এলাকার গুরুত্বপূর্ণ টিএন্ডটি সড়কটি এখন মরণ ফঁাঁদ

আবুল কালাম আজাদ, টেকনাফ
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফ পৌর এলাকার জন গুরুত্বপূর্ণ টিএন্ডটি সড়ক বর্ষা আরম্ভ হতে না হতেই কাদাঁ পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।  এছাড়া দীর্ঘদিন পর্যন্ত পৌরসভা ও সড়ক ও জনপথ বিভাগের রশি টানাটানির ফলে সংষ্কার না হওয়ায় বড় বড় খানা খন্দকে পরিনত হয়েছে। ফলে কাদাঁ পানিতে পরিপূর্ণ হওয়ায় যানবাহন চালকেরা খানা খন্দক চিহ্নিত করতে না পেরে প্রতিনিয়ত দূর্ঘটনায় কবলিত হচ্ছে।
এতে প্রতিদিন অনেক যাত্রী আহত হয়ে পঙ্গুত্ব বরন করছে। সড়কটি টেকনাফ কক্সবাজার, থানা, উপজেলা ভুমি অফিস ও টেকনাফ শাহপরীর দ্বীপ সংযোগ সড়ক। টেকনাফ পৌর এলাকার সকল সড়ক ওয়ান ওয়ে ফলে বিকল্প সড়ক না থাকায় পৌর বাসীর  দুর্ভোগ চরমে। সড়কটি নির্মান করার জন্য দীর্ঘদিন পর্যন্ত এলাকাবাসী পৌর মেয়র ও  সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোন ফল না পেয়ে হতাশ হয়েছেন।
তাই এলাকাবাসী বর্ষার পূবেই এই জনগুরুত্বপূর্ণ সড়কটি নির্মান করার জন্য যোগাযোগ মন্ত্রীও স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন