টেকনাফের হাবিবপাড়া এলাকায় অর্থের লোভে নিজের মেয়েকে অনৈতিক কাজে লিপ্ত করেছে মা

বার্তা পরিবেশক
টেকনাফ সদর ইউনিয়ন হাবিবপাড়া এলাকায় অর্থের বিনিময়ে নিজের মেয়েকে অনৈতিক কাজ করার সহযোগিতা করেছেন এক মা।
জানা যায়, গত ২২ মে রাত ১০টার দিকে হাবিবপাড়া এলাকার আব্দুল আমিনের স্ত্রী আমেনা আক্তার অর্থের লোভে তার নিজের মেয়েকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য একই এলাকার ইয়াবা সম্রাট আব্দুর রহমান প্রকাশ কানাইয়ার হাতে তুলে দেন।
অন্যদিকে, ফাতেমা আক্তার নামের ওই মেয়েটি গত এক বছর আগে হাবিবপাড়া এলাকার নাম প্রকাশ না করার সত্বে এক লোকের সাথে বিবাহের প্রাথমিক কাজ সম্পাদন করেন। কিন্তু এক বছর যাবত অজ্ঞাতনামা ওই লোকের কাছ থেকে অর্থলোভী ওই মা বিভিন্ন অজুহাতে ফাতেমা আক্তারের হবু স্বামী থেকে টাকা নেয়। এক বছর পরে মেয়েকে ওই ধরণের লম্পটের হাতে তুলে দেওয়ার দৃশ্য দেখে হবু স্বামী পিছপা হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন